আপনি যদি প্রাপ্তবয়স্ক হন এবং প্রতিমাসে ২১০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে আপনি কিন্তু ৬০ বছর বয়সের পরে সারা জীবন ৫০০০ টাকা এবং বার্ষিক ৬০ হাজার টাকা পেনশন পেতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন প্রকল্প চালু করা হয়েছে ভারতের যুবদের জন্য। প্রতিদিন ৭ টাকা করে অর্থাৎ মাসিক ২১০ টাকা করে যদি আপনি এই প্রকল্পে জমা করেন তাহলে আপনার পেনশন একেবারে নিশ্চিত হয়ে যাবে। আপনাদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে ভারত সরকারের তরফ থেকে এবং এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অটল পেনশন যোজনা। মূলত অসংগঠিত ক্ষেত্রের লোকেদের আয়ের উৎস তৈরির জন্যই এই নতুন প্রকল্প নিয়ে এসেছে ভারত সরকার। এই সরকারি প্রকল্পে মূলত আপনার আয়ের বিষয়টা ভালোভাবে নজরে রাখা হবে।
আপনি যদি অটল পেনশন যোজনার অধীনে বিনিয়োগ করেন, তাহলে আপনি প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন। উদাহরণ স্বরূপ আপনি যদি ১০০০ টাকা মাসিক পেনশন চান তাহলে আপনাকে ১৮ বছর বয়স থেকে প্রতি মাসে ৪২ টাকা করে বিনিয়োগ করতে হবে। অন্যদিকে আপনি যদি ৫ হাজার টাকা মাসিক পেনশন চান তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে ২১০ টাকা করে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আপনি প্রতিবছরে ৬০০০০ টাকা করে পেনশন পেয়ে যাবেন। আপনি যত তাড়াতাড়ি এই প্রকল্পে যোগ দেবেন ততই আপনার সুবিধা
যদি আপনি অটল পেনশন যোজনায় প্রতি তিন মাসে টাকা রাখতে চান তাহলে আপনাকে প্রতি তিন মাস অন্তর ৬২৬ টাকা করে দিতে হবে। অন্যদিকে যদি আপনি বার্ষিক একবার টাকা প্রদান করতে চান তাহলে আপনাকে প্রতি বছরে ১ হাজার ২৩৯ টাকা দিতে হবে। এই প্রকল্পের সরকার দ্বারা ন্যূনতম পেনশন নিশ্চিত করা হয়েছে প্রতিটি মানুষের ক্ষেত্রে। সরকার ২০১৫-১৬ বাজেটে এই প্রকল্প চালু করেছিল যা অসংগঠিত ক্ষেত্রের মানুষজনের জন্য চালু করা হয়েছিল। পরবর্তীতে এই প্রকল্প ভালোভাবে জনপ্রিয়তা পেতে শুরু করলে ভারতের সাধারণ মানুষের জন্যও এই প্রকল্প চালু করা হয়। আপনি যদি আপনার পেনশন একেবারে নিশ্চিত করতে চান তাহলে এটাই আপনার জন্য সবথেকে ভালো প্রকল্প হতে চলেছে।
John Turturro delivers a mesmerizing performance in The Only Living Pickpocket in New York, Noah…
Lady Gaga is bringing nostalgia and heart to Super Bowl LX with a reimagined version…
Taylor Swift will not be performing at the 2026 Grammy Awards, despite weeks of speculation…
Al Roker, the beloved weather anchor of NBC’s Today show, is celebrating three decades on…
Key Points Jaden Smith debuted his first collection as Christian Louboutin’s men’s creative director at…
J. Cole has returned with a bold statement ahead of his 41st birthday, releasing a…