নয়া দিল্লি : করোনার সকল বিধি নিষেধ মেনেই দেশজুড়ে মঙ্গলবার থেকেই চালু হল আনলক-৪। দেশে এই মুহূর্তে প্রায় ২৩০টি যাত্রীবাহী স্পেশ্যাল ট্রেন চললেও তার যাত্রী সংখ্যা মাত্র ৭৫ শতাংশ। কিন্তু এসবের মাঝেই ভয়ানক ক্ষতির সম্মুখীন হচ্ছে রেল মন্ত্রক। আর এসবের মাঝেই এবার সুখবর দিলো কেন্দ্র। কারন লোকাল ট্রেন না চলার কারণে এবার স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়াতে চাইছে রেল। তাই রেল মন্ত্রক আরো ১০০টি নতুন স্পেশ্যাল ট্রেন চালু করার ভাবনাচিন্তা শুরু করেছে।
এর মধ্যে রয়েছে হাওড়া-ইন্দোর এবং হাওড়া-তিরুচিরাপল্লী স্পেশ্যাল ট্রেন। বিভিন্ন রাজ্য থেকে অন্য রাজ্যের ভিতরেই চলবে এই সকল ট্রেন। আর পরে সুবিধা মতন বাড়ানো হবে আরও ট্রেনের সংখ্যা। আশা করা হচ্ছে আরও বেশ কিছু নতুন ট্রেনের চালানোর মাধ্যমে এবার ক্ষতির হাত থেকে নিষ্কৃতি পেতে পারে রেল মন্ত্রক।
পাশাপাশি চলতি মাসের আট তারিখ থেকেই কলকাতায় শুরু হবে মেট্রো পরিষেবা। মেট্রো চালানোর সাথে যাত্রীদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ডও। সংক্রমণ এড়াতে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে একটি করে আসন ছেড়ে বসার ব্যবস্থাও থাকবে৷ এছাড়া বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক এবং গ্লাভসের ব্যবহার। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইতিমধ্যেই টিকিট কাউন্টারের সামনে দূরত্ব মেনে দাগ কাটাও হয়েছে।
আগের থেকে কমানো হবে মেট্রোর সংখ্যা৷ এছাড়াও থাকবে আরো অন্যান্য পরিষেবা। স্টেশনের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার মেশিন। প্রতিটি স্টেশনে থাকবেন একজন চিকিৎসক। সব স্মার্ট গেট না খুলে একটা করে স্মার্ট গেট অপারেট করা হবে। ষ্টেশনে ষ্টেশনে রাখা হবে তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং স্যানিটাইজার।