দেশের সাধারণ মানুষের কল্যাণে বেশ কিছু প্রকল্পের সূচনা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। খাদ্য থেকে শুরু করে রান্নার গ্যাস, আবাসন, রেশন, শিক্ষা, চাকরি, পেনশনের মতো বিষয়গুলির জন্য রয়েছে এক একটি জল কল্যাণ মূলক প্রকল্প, যেগুলি দীর্ঘদিন ধরে বহু মানুষের সমস্যা দূর করে আসছে। রেশন কার্ডের মাধ্যমে সমাজের অত্যন্ত গরীব মানুষরাও পাচ্ছেন বিনামূল্যে খাদ্যসামগ্রী। বিভিন্ন ধরণের রেশন কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে খাদ্যসামগ্রী পেয়ে থাকেন সাধারণ মানুষ। তবে এই প্রতিবেদনে যে কার্ডের ব্যাপারে বিস্তৃত তথ্য দেওয়া হবে সেটি থাকলে পাওয়া যাবে একাধিক সুবিধা।
কথা হচ্ছে আয়ুষ্মান কার্ডের ব্যাপারে। রেশন, পেনশন, আবাসন, শিক্ষা থেকে চাকরির মতো প্রকল্পের পাশাপাশি এবার থেকে স্বাস্থ্য প্রকল্পের সুবিধাও পাবে সাধারণ মানুষ। আর এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আয়ুষ্মান কার্ড থাকতে হবে। কী কী সুবিধা পাওয়া যাবে এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে? বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে।
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য প্রকল্পের আওতায় যে সমস্ত নাগরিকরা রয়েছেন, যাদের নাম নথিভুক্ত করা রয়েছে, তারা পেয়ে যাবেন আয়ুষ্মান কার্ড। উল্লেখ্য, কেন্দ্রের এই নতুন আয়ুষ্মান যোজনা হল আসলে একটি স্বাস্থ্যবিমা যোজনা। আয়ুষ্মান কার্ড সঙ্গে থাকলে মানুষ স্বাস্থ্যখাতে ৫ লক্ষ টাকা কাজে পর্যন্ত মেডিক্লেম পেতে পারবে। যেকোনো রোগের চিকিৎসার ক্ষেত্রেই পাওয়া যাবে এই সাহায্য। তাই দারিদ্রসীমার নীচে যে মানুষরা রয়েছেন তাদের কাছে এই আয়ুষ্মান কার্ডের গুরুত্ব অনেক তা বলাই বাহুল্য।
তবে দেশের সমস্ত মানুষ এই আয়ুষ্মান কার্ড পাবেন না। শুধুমাত্র অন্ত্যোদয় কার্ডধারীরা এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন প্রকল্পের অধীনে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্ত থাকা সমস্ত প্রবীণ নাগরিকরাই পাবেন এই আয়ুষ্মান কার্ড। জানা যাচ্ছে, আয়ুষ্মান কার্ডের প্রচার করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। রেশন দোকানে করা হবে বিশেষ ক্যাম্প। গ্রাম এবং শহরাঞ্চলে আশা কর্মীদের মাধ্যমে আয়ুষ্মান কার্ডের কাজ করা হবে। তবে অনলাইনেও এই কার্ডের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্রে যোগাযোগ করতে হবে আবেদনকারীকে।