বাইক চালানো নিয়ে বাইক আরোহীদের মধ্যে যেমন ফ্যাসিনেশন রয়েছে, ঠিক তেমন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ প্রাণ হারানোর মতো বহু ঘটনাও রয়েছে। এমনকি যত দিন যাচ্ছে বাইক দুর্ঘটনার বিরাম নেই, উল্টে বাড়ছে। তাই এই অপ্রীতিকর ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করতে হেলমেটের গুণমান নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সড়ক ও পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বাইক চালকদের পথে নামতে হলে পরতে হবে এক বিশেষ চিহ্নযুক্ত হেলমেট। অন্যথায় জরিমানা হবে। বলা হয়েছে, আগামী বছরের ১ জুন থেকে প্রত্যেককে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) স্বীকৃত ও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মার্ক (ISI) দেওয়া হেলমেটই পরতে হবে।
নতুন নির্দেশিকাটি মন্ত্রকের তরফে প্রকাশ করা হয় ২৬ নভেম্বর। যাতে বলা হয়, BIS-এর লাইসেন্স সমেত ISI-র একটি লোগো লাগানো হেলমেটই পরতে হবে সকলকে। এই নির্দেশিকা কার্যকরী হবে ২০২১-এর ১ জুন থেকে। তবে, আগের নির্দেশিকার মতো নতুন নির্দেশিকায় হেলমেটের ওজন নিয়ে কিছু নির্দিষ্ট করে দেওয়া হয়নি।
সরকারি রিপোর্ট অনুযায়ী দেশে বছরে ১ কোটি ৭০ লক্ষ হেলমেট তৈরি হয়। এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকে বন্ধ হয়ে যাবে অন্য সমস্ত হেলমেট উৎপাদন। বিআইএস হেলমেট ছাড়া অন্য কোনও হেলমেট তৈরি করাও যাবে না আবার বিক্রি করাও যাবে না। ২০২১ সালের জুন মাসের মধ্যেই দেশে অন্য সব হেলমেট উৎপাদন বন্ধ করতে চায় কেন্দ্র। জানা গিয়েছে, এই হেলমেট ওজনে হালকা এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন। কোনও দুর্ঘটনার কবলে যদি বাইক আরোহী পড়ে, সেক্ষেত্রে এই হেলমেট তার জীবন রক্ষা করতে সক্ষম হবে বলেও জানা গিয়েছে। তাই এবার থেকে পড়তে হবে এই বিশেষ হেলমেট, না হলেই আপনার হতে পারে জরিমানা।