ব্রিটেনে করোনার নতুন প্রজাতির সংক্রমণ নিয়ে আতঙ্ক, গত একমাসে UK থেকে আসা যাত্রীদের খুঁজে বের করার পরিকল্পনা কেন্দ্র্রের

নয়াদিল্লি: নয়া করোনা স্ট্রেনে আতঙ্ক ছড়িয়েছে ব্রিটেনে। বড়দিনের আগে কার্যত চিন্তার ভাঁজ পড়েছে বরিস জনসনের কপালে। তবে এই নয়া করোনা স্ট্রেন নিয়ে এ দেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই আশ্বাস…

Avatar

নয়াদিল্লি: নয়া করোনা স্ট্রেনে আতঙ্ক ছড়িয়েছে ব্রিটেনে। বড়দিনের আগে কার্যত চিন্তার ভাঁজ পড়েছে বরিস জনসনের কপালে। তবে এই নয়া করোনা স্ট্রেন নিয়ে এ দেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এ দেশে করোনার নয়া স্ট্রেন এখনও মেলেনি, এমনটাই NITI Aayog সদস্য ভি কে পল দাবি করেছেন। এই দিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলেও তিনি জানিয়েছেন। তবে এ বিষয়ে কোনওরকমে ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। তাই গত একমাসে ব্রিটেন থেকে এ দেশে যে সকল যাত্রীরা এসেছে, তাদের খুঁজে বের করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, চলতি সপ্তাহে ব্রিটেন থেকে এ দেশে এসেছে আট জন। রক্ত পরীক্ষা করায় তাদের প্রত্যেকের শরীরেই করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। কিন্তু সেগুলি করোনার নতুন স্ট্রেন নয়। বাকি আরও বেশ কয়েকজনের রক্ত পরীক্ষা করা হয়েছে। কিন্তু রিপোর্টে এখনও এসে পৌঁছায়নি। ব্রিটেনে করোনার নতুন প্রজাতির সংক্রমণ মেলার পর থেকে বহু দেশ সতর্ক হয়ে গিয়েছে। তাই ভারত সহ একাধিক দেশ ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রেখেছে। তবে এই মুহূর্তে ব্রিটেন ছাড়া করোনার নতুন প্রজাতির সংক্রমণ অস্ট্রেলিয়া, ডেনমার্ক, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকার মত দেশে মিলেছে। আর এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে টিম ইন্ডিয়া। চলছে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ। তাই চিন্তার ভাঁজ পড়েছে বিসিসিআইয়ের কপালেও।

ব্রিটেনে করোনার নতুন প্রজাতির সংক্রমণ দ্রুতগতিতে ছড়াচ্ছে। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন যে, এই নতুন সংক্রমণ দ্রুতগতিতে ছড়ালেও তার মৃত্যুর সম্ভাবনা বেশি, এমনটা এখনও প্রমাণিত হয়নি। তবে ব্রিটেনের পাশাপাশি একাধিক দেশ করোনার এই নতুন স্ট্রেন নিয়ে চিন্তায় পড়েছে, এমনটা বলাই বাহুল্য।