চলতি মাসের শুরুর দিক থেকেই গোটা দেশজুড়ে করোনা সংক্রমণের হার এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ সংক্রমণ গ্রাফের এমন ঊর্ধ্বগতি চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। গত মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে সাড়ে ১৩ হাজারের গণ্ডি স্পর্শ করলেও, বুধবার সংক্রমণ গ্রাফের চিত্র সম্পূর্ণ অন্য। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন যে এবার ১৮ ঊর্ধ্ব সকলকে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। এই কর্মসূচি ১৫ জুলাই থেকে শুরু হয়ে পরবর্তী ৭৫ দিন চলবে।
আজ অর্থাৎ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুস্টার ডোজ সমন্ধিত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি এই প্রসঙ্গে বলেছেন, “স্বাধীনতার অমৃতকালে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে শুরু হওয়ার পর ৭৫ দিন পর্যন্ত ১৮ উর্ধ্বদের সম্পূর্ণ বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে।” আপনাদের জানিয়ে রাখা ভালো, এতদিন অব্দি ষাটোর্ধ্ব ব্যক্তি ও শুধুমাত্র ফ্রন্টলাইন কর্মীরা সরকারি দপ্তরে বিনামূল্য বুস্টার ডোজ পেতেন। তবে ১৫ জুলাইয়ের পর টানা ৭৫ দিন সকলেই সরকারি দপ্তরে এই বিনামূল্যের বুস্টার ডোজ পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্বিতীয় ডোজ ও বুস্টার ডজের ব্যবধান কমিয়ে দিয়েছে। প্রথমে দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যেত। কিন্তু এখন সেই ব্যবধান কমিয়ে ৬ মাস করা হয়েছে।