নয়াদিল্লি: প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82। দীর্ঘ সময় ধরে তিনি সাংসদের ভূমিকা পালন করেছিলেন। কখনও ছিলেন দার্জিলিংয়ের সংসদ তো কখনও আবার যোজনা কমিশনের ডেপুটি মেয়র। দীর্ঘকালীন রাজনৈতিক ক্যারিয়ার ছিল অনেক সফলতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ আরও অনেকে।
প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে লিখেছেন, ‘যশোবন্তজি আমাদের দেশকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা করেছেন। গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। অর্থনীতি থেকে প্রতিরক্ষা সর্বত্র নিজের ভূমিকা পালন করেছেন এবং প্রভাব রেখে গিয়েছেন রাজনৈতিক মহলে।’
Jaswant Singh Ji will be remembered for his unique perspective on matters of politics and society. He also contributed to the strengthening of the BJP. I will always remember our interactions. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
রাজনাথ সিং শোক প্রকাশ করে লিখেছেন, ‘অন্যতম বিজেপি নেতা ও মন্ত্রী যশবন্ত সিংজির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রককে এক আলাদা শিখরে পৌঁছে দিয়েছেন তিনি। পার্লামেন্টেও তাঁর আধিপত্য বিস্তার ছিল। তাঁর মৃত্যু রাজনৈতিক মহলে এক অপূরণীয় ক্ষতি।’
Shri Jaswant Singh ji would be remembered for his intellectual capabilities and stellar record in service to the nation. He also played a key role in strengthening the BJP in Rajasthan. Condolences to his family and supporters in this sad hour. Om Shanti.
— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) September 27, 2020
মোদি-রাজনাথ ছাড়াও শোক প্রকাশ করেছেন স্মৃতি ইরানি সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব।
Pained with the passing away of Jaswant Singh ji , a stalwart who served our Nation diligently ; be it politics or the armed forces.
My condolences to his loved ones and supporters. Om Shanti 🙏— Smriti Z Irani (Modi Ka Parivar) (@smritiirani) September 27, 2020