প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং, শোক প্রকাশ মোদি-রাজনাথের

নয়াদিল্লি: প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82। দীর্ঘ সময় ধরে তিনি সাংসদের ভূমিকা পালন করেছিলেন। কখনও ছিলেন দার্জিলিংয়ের সংসদ তো কখনও আবার যোজনা কমিশনের ডেপুটি মেয়র।…

Avatar

নয়াদিল্লি: প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82। দীর্ঘ সময় ধরে তিনি সাংসদের ভূমিকা পালন করেছিলেন। কখনও ছিলেন দার্জিলিংয়ের সংসদ তো কখনও আবার যোজনা কমিশনের ডেপুটি মেয়র। দীর্ঘকালীন রাজনৈতিক ক্যারিয়ার ছিল অনেক সফলতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ আরও অনেকে।

প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে লিখেছেন, ‘যশোবন্তজি আমাদের দেশকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা করেছেন। গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। অর্থনীতি থেকে প্রতিরক্ষা সর্বত্র নিজের ভূমিকা পালন করেছেন এবং প্রভাব রেখে গিয়েছেন রাজনৈতিক মহলে।’

রাজনাথ সিং শোক প্রকাশ করে লিখেছেন, ‘অন্যতম বিজেপি নেতা ও মন্ত্রী যশবন্ত সিংজির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রককে এক আলাদা শিখরে পৌঁছে দিয়েছেন তিনি। পার্লামেন্টেও তাঁর আধিপত্য বিস্তার ছিল। তাঁর মৃত্যু রাজনৈতিক মহলে এক অপূরণীয় ক্ষতি।’

মোদি-রাজনাথ ছাড়াও শোক প্রকাশ করেছেন স্মৃতি ইরানি সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব।