কেন্দ্রীয় সরকার এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পরিযায়ী শ্রমিকদের গতিবিধি সামলানোর দায়িত্ব রাজ্যের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকরা যাতে রাস্তায় বা রেল লাইনে না হাঁটেন, তাদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দিতে হবে রাজ্যগুলিকে।
চিঠিতে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন যে, যে সব পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছেন, তাদের বাড়ি ফেরার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকেই। তাদেরকে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে রাজ্যকে। এছাড়া তাদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেন ও বাসে ফেরানোর ব্যবস্থা রাজ্যকেই করতে হবে। এমনকি রেল লাইন ধরে বা রাস্তা দিয়ে যাতে তারা না হাঁটেন সে বিষয়ে ভালো করে বোঝাতে হবে।
Union Home Secretary Ajay Bhalla has written to Chief Secretaries of all states and UTs to ensure that there is no movement of migrant workers on roads and railway tracks, and facilitate their movement through special buses or Shramik special trains. pic.twitter.com/AFN9bLPQPf
— ANI (@ANI) May 15, 2020
এদিকে শুক্রবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকরা রেললাইন দিয়ে এবং রাস্তা দিয়ে হাঁটলে সেটা আদালতের দেখার দায়িত্ব নয়। রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রসঙ্গত, লকডাউনের পর থেকেই শ্রমিকেরা বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছে। হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটে বাড়ি আসছে। যার ফলে বার বার তাদের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। বহু শ্রমিক এর জন্য প্রাণ হারিয়েছেন। কেন্দ্রের পক্ষ থেকে শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলেও শ্রমিকদের গতিবিধি সামলানোর দায়িত্ব রাজ্য সরকারের। এমনটাই জানিয়েছে কেন্দ্র।