বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি প্রিয়াঙ্কা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মাঝেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ইউটিউবের ‘আর্টস ইন মোশন বাই প্রিয়াঙ্কা’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। এই চ্যানেলের মাধ্যমে প্রিয়াঙ্কা নিজের একাধিক নাচের ভিডিও শেয়ার করে থাকেন। বিদেশের মাটিতে থেকেই দেশের মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছেন ইউটিউবের মাধ্যমে। সম্প্রতি তার আরো একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে যেটি তিনি আজ থেকে দু’মাস আগে শেয়ার করেছিলেন নিজের চ্যানেলেই। বর্তমানে যার ভিউজ ৬৬ হাজার পেরিয়ে গিয়েছে। তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যাও নেহাত কম নয়।
ভিডিওতে প্রিয়াঙ্কাকে বরফের মাঝেই বলিউডের গানে নাচতে দেখা গিয়েছে। বলিউডের অন্যতম হিট ছবি ‘আতরাঙ্গী রে’এর জনপ্রিয় ‘চাকা চাক’ গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে তাকে। ছবিতে এই গানের সাথে নেচেছেন সারা আলি খান। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে বরফ পড়ছে। আর সেই বরফের মাঝেই সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য নৃত্য পরিবেশন করেছেন তিনি। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে। প্রশংসাও করেছেন অনেকে। ভিডিওটি বানানোর সময় প্রিয়াঙ্কা সারা আলি খানের মতই একই ধরনের শাড়িতে সেজেছিলেন।
Volkswagen just delivered a jaw-dropping tech upgrade that has drivers buzzing worldwide. The automaker has…
Natalie Portman is returning to the spotlight with the animated Oscar contender Arco, premiering November…
Dua Lipa has once again proven why she’s one of the most talked-about stars in…
Ed Sheeran has once again proven why he’s more than just a global superstar —…
Comedian and actress Tiffany Haddish, 45, explores self-discovery and personal growth in her new six-episode…
Martin Ødegaard’s injury update has left Arsenal and Norway fans buzzing with concern after a…