Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামী ৪৮ ঘন্টা লাগাতার বৃষ্টিতে ভাসবে বেশ কিছু এলাকা, সতর্ক বার্তা হাওয়া অফিসের

Updated :  Friday, June 18, 2021 10:38 AM

পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই প্রবেশ করে গেছে বর্ষা এবং সেই বর্ষার জেরে শুরু হয়ে গেছে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় লাগাতার বৃষ্টি হবে আগামী বেশ কয়েকদিন। সম্ভাবনা রয়েছে, আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ইতিমধ্যেই গতকালের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে রয়েছে কলকাতার একাধিক এলাকা। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ পাটুলি, বাঘাযতীন, আলিপুর, আমহার্স্ট স্ট্রীট, কসবা, সাদার্ন এভিনিউ, শরত বসু রোড, বেহালা, তারাতলা, বালিগঞ্জ, কলেজস্ট্রিট এবং চিত্তরঞ্জন এভিনিউ। আগামী ২৪ ঘন্টায় ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার সক্রিয় থাকার কারণে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বাংলায়।

দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয় উত্তরবঙ্গের অনেক জেলায় লাগাতার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকতে চলেছে তাই মৎস্যজীবীদের সমুদ্রের যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা এবং দুই দিনাজপুরে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।

এছাড়াও পাঞ্জাব থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে যে সমস্ত জেলা পশ্চিমবঙ্গের রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি। নিম্নচাপ অক্ষরেখা আগামী কয়েকদিনের মধ্যে শক্তি বৃদ্ধি করতে চলেছে। এই কারণেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।