Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলায় ঢুকল বর্ষা, আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

Updated :  Sunday, June 13, 2021 12:46 PM

পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমী বায়ু এবং তার জেরে আজ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি। কিছু কিছু জেলায় ইতিমধ্যেই ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রতিটি জেলায় শুরু হয়ে হলুদ সর্তকতা জারি করা। রবিবার থেকে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টিপাত এবং আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিপাত হবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার কারণে, বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বইবে। অন্যদিকে বেশ কিছু জায়গায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের জন্য সবথেকে বড় অশনিসংকেত হতে চলেছে একটি নতুন ঘূর্ণিঝড়। বর্ষার মধ্যে এই ঘূর্ণিঝড় আসার কথা।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সম্ভবত এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘গুলাব’। তবে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে এখনো তেমন কিছু জানা যায়নি। তবে যদি এই ঘূর্ণিঝড় আসে তাহলে পশ্চিমবঙ্গের জন্য বিষয়টি খারাপ হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে নিম্নচাপ এর কারণে সমুদ্রের জলের স্তর অত্যন্ত বেশি। এই কারণে ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কাজের আদেশ দেওয়া হয়েছে সোমবার পর্যন্ত যেন তারা মাছ ধরতে বিরত থাকেন।

অন্যদিকে, আজকে পশ্চিমবঙ্গে উপকূলবর্তী বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এবং পশ্চিম বর্তমানে ভারী বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং এ অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় কতটা বৃষ্টি হবে, সেরকম ভাবে তেমন কিছু জানানো হয়নি।