বর্ষাকালে কোনোভাবেই দেখা পাওয়া যাচ্ছে না বৃষ্টির। মৌসুমী বায়ু অনেকটাই দুর্বল অবস্থায় রয়েছে। তাই এই পরিস্থিতিতে আগামী তিনদিন থেকে চার দিনে রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি বছরের ৩ জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টি হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত অনেক কম বৃষ্টিপাত হয়েছে এবং এই কারণে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি।
আজ কলকাতার আবহাওয়া থাকবে মোটামুটি মনোরম। দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে শহর কলকাতার তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মোটামুটি ৩৩° সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েছে মোটামুটি ২৩ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে আজকে সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেছেন, ‘আপাতত একটি অক্ষরেখা অবস্থান করছে যা রাজ্য থেকে অনেকটা দক্ষিণে রয়েছে। এছাড়াও উড়িষ্যার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দুটি সিস্টেম রাজ্য থেকে অনেকটা দূরে। এই কারণে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকেও বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মরশুমের শুরু থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই মৌসুমে উত্তরবঙ্গে ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গে ৪৯ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি হয়েছে। দুই বঙ্গে বৃষ্টিপাতের এই তারতম্য নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে পরিবেশ বিজ্ঞানীরা। তবে অগাস্ট মাসের শুরুতে রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে বলে দাবি করছেন ভূতত্ত্ববিদ ডক্টর সূজিব কর। তিনি বলছেন, আগস্ট মাসের শুরু থেকে বদলাতে চলেছে আবহাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে অনেকটাই বেশি এবং বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।