রবিবাসরীয় সকাল থেকেই আকাশের মুখ ভার সারা বাংলায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কয়েক পশলা বৃষ্টি। কলকাতা এবং সংলগ্ন বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্তমানে বৃষ্টিপাত চলছে। সমস্ত জেলায় আজকে সারা দিন বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী যেহেতু ঘূর্ণাবর্ত উত্তর দিকে সরে গেছে তাই রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে আজকে সকাল থেকে শহরতলীতে ভালো পরিমান বৃষ্টি হয়েছে বলে খবর। এছাড়াও আবহাওয়া দপ্তরের খবর মৌসুমী অক্ষরেখার থাকার কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থানে রয়েছে পুরুলিয়া থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। মাঝখানে অবশ্য রয়েছে দীঘা সমুদ্র। এই কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সূত্রের খবর আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যান্য দিকে তেমন একটা বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি, আগের থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর আজকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ৩২ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রী সেলসিয়াস ছিল বলে জানানো হয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। মঙ্গলবার উত্তরবঙ্গে আবার একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একেবারে উত্তরের ৫টি জেলা, যথা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। বৃষ্টির কারণে ওই এলাকার বেশ কিছু জায়গায় প্রচুর পরিমাণে জল জমার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, সম্ভাবনা আছে ওই রাস্তায় বৃষ্টির জল জমে ধ্বস নামতে পারে।