শনিবারের পর রবিবার হলো আবহাওয়ার বড় পরিবর্তন। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবার ছিল মেঘলা আবহাওয়া, সঙ্গে ছিল কয়েক পশলা বৃষ্টির ভ্রুকুটি। তবে, রবিবার দিন শুরু হতে না হতেই যেন একেবারে পরিবর্তন হয়ে গেল আবহাওয়া। যেখানে শনিবার কলকাতার বেশকিছু জায়গায় ছিল রোদ ঝলমলে আকাশ, সেখানে রবিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হলো ব্যাপক বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুধুমাত্র রবিবার নয়, আগামী বেশ কয়েকদিন কলকাতায় এবং কলকাতার আশে পাশের বেশ কিছু এলাকায় বেশ কয়েক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ফলে এবারের পূজোর আগে উইকেন্ড শপিংয়ের প্লান কিছুটা হলেও মাটি হতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে শুধু কলকাতা নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায়।
তবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। গত কয়েকদিন ধরে এই গরমে পুড়ছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। পাশাপাশি আদ্রতা জনিত অস্বস্তি নাজেহাল পরিস্থিতি তৈরি করে দিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু-তিন দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আরো। পরে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
উত্তরবঙ্গের তিন জেলায় অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি কিছুটা হলেও ভ্যাপসা গরম থেকে অব্যাহতি পেলেও নতুন করে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে গরমের দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। একইসঙ্গে, পূজোয় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।