তীব্র দাবদাহের পরে বুধবার সন্ধ্যার দিকে বাংলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ স্বস্তির বৃষ্টি হয়েছে। কলকাতা এবং তার আশে পাশের বেশ কিছু এলাকায় বৃষ্টির দেখা মিলেছে এবং এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমে গিয়েছে। বীভৎস গরম থেকে স্বস্তি পেয়েছে বাংলার মানুষ। আজকেও রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার পাশাপাশি উত্তরবঙ্গের অনেক জেলাতেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিনের জন্য এ রকম আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে।
খবর অনুযায়ী, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মোটামুটি ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে ৯৩ শতাংশ। ন্যূনতম থাকবে ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে তিলোত্তমায়।