টেক বার্তা

সূর্যের আলোর মাধ্যমে চার্জ করুন আপনার মোবাইল ফোন, অত্যন্ত কম দামে লঞ্চ হল এই সোলার পাওয়ার ব্যাঙ্কগুলি

সূর্যের আলোতে বিনা খরচে চার্জ হয়ে যায় সোলার পাওয়ার ব্যাঙ্কগুলি

Advertisement

আজকালকার দিনে স্মার্টফোন বা ইলেকট্রনিক জিনিসের ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে গোটা বিশ্বজুড়ে। আর এই সমস্ত জিনিসের ব্যবহার বাড়ার পাশাপাশি তাদের বিভিন্ন অ্যাক্সেসরিজের ব্যাবহার বেড়েছে। আজকালকার দিনে স্মার্টফোন বা ল্যাপটপ ইত্যাদি চালানোর জন্য প্রত্যেকেই একটি করে নিজের সুবিধার জন্য পাওয়ার ব্যাংক কিনে নেন। যদি একটি পাওয়ার ব্যাংক থাকে তাহলে আপনি খুব সহজেই যেখানে সেখানে আপনার ডিভাইস চার্জ করে নিজের কাজ করতে পারবেন। ভারতীয় মার্কেটে অনেক ধরনের পাওয়ার ব্যাংক পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে আপনাদের একটি স্পেশাল পাওয়ার ব্যাংক সম্বন্ধে জানাবো যা সাধারণ বিদ্যুতের পাশাপাশি সৌরশক্তির মাধ্যমেও চার্জ হতে পারে।

সৌরশক্তি যে পৃথিবীর কাছে প্রধান শক্তির উৎস তা বলার আর অপেক্ষা রাখে না। এমনকি মহাকাশে ISRO যে সমস্ত স্যাটেলাইট পাঠাচ্ছে সেগুলোর প্যানেল চার্জ হয় এই সৌর শক্তির মাধ্যমেই। অনেক কাজেই এই সৌরশক্তি ব্যবহার করা হয়ে থাকে। এবার এই সৌর শক্তির উপর ভরসা করেই আপনি আপনার মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ করতে পারবেন। এই স্পেশাল পাওয়ার ব্যাংক আপনি বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই সোলার পাওয়ার ব্যাংক সূর্যের আলোতে একা একাই চার্জ হয়ে যায় এবং আপনি সেই চার্জ থেকে আপনার ইলেকট্রনিক ডিভাইস চার্জ করতে পারবেন। তবে এই সমস্ত পাওয়ার ব্যাংক সোলার পাওয়ার এর পাশাপাশি সাধারণ বৈদ্যুতিক লাইনেও চার্জ হয়ে যায়।

বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে Callmate Solar পাওয়ার ব্যাংক পাওয়া যায় যার ধারনক্ষমতা ১০,০০০ mah। এই পাওয়ার ব্যাংক একসাথে চারটি ইলেকট্রনিক ডিভাইস চার্জ করতে পারে। Amazon ওয়েবসাইটে এটি বর্তমানে মাত্র ১২৯৯ টাকায় উপলব্ধ। এই পাওয়ার ব্যাংক এর উপর বর্তমানে ৪৩ শতাংশ ডিসকাউন্ট চলছে। অন্যদিকে আরেকটি সোলার পাওয়ার ব্যাংক হল Doa কোম্পানির। পাওয়ার ব্যাংক ২০,০০০ mah এর। এই পাওয়ার ব্যাংকের আসল দাম ৪০৯৯ টাকা। কিন্তু এটি বর্তমানে amazon এ ৫০ শতাংশ ডিসকাউন্টে ২০৪১ টাকায় পাওয়া যাচ্ছে।

Related Articles

Back to top button