১ লিটার তেলে চলে ৯০ কিমি, জানুন দেশের সবচেয়ে সস্তা বাইক সম্পর্কে
মূল্য বৃদ্ধির বাজারে দেশের সবচেয়ে সস্তা ও বেশি মাইলেজ পাওয়া যায় কোন বাইকে? জেনে নিন
টানা তিন মাস যাবত বেড়েই যাচ্ছে জ্বালানি তেলের দাম। যার ফলে প্রায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আর এই জ্বালানি তেলের দাম বাড়ার ফলে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও। কিন্তু বর্তমান সময় বহু মানুষের হাতেই কাজ নেই। লকডাউনের ফলে বেকারত্বের হার আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
যার ফলে সামান্য চাল,ডাল কিনতেও অনেক টাকার মাসুল গুনতে হচ্ছে সবাইকে। এছাড়াও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাইক চালকদের আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে পেট্রল কিনতে। কিন্তু দেশের বাজারে এমন একটি বাইক আছে যার দামও অন্য বাইক গুলোর তুলনায় অনেক কম ও মাইলেজও সবচেয়ে বেশি।
এই বাইকে নাম Bajaj CT100। এটি দেশের সবচেয়ে বেশি মাইলেজের বাইক। দামও অনেক কম, মাত্র ৫০ হাজারের মধ্যে পেয়ে যাওয়া যাবে এই বাইক। পাশাপাশি এটিতে রয়েছে BS6 সিস্টেম সহ ১০২ সিসির ইঞ্জিন। কোম্পানির কথা অনুযায়ী গাড়িটি প্রতি লিটারে 89.5 km মাইলেজ দেয়।
বর্তমানে ৬ টি রঙে এই বাইক পাওয়া যাচ্ছে। এছাড়াও বসার সিট যথেষ্ট আরামদায়ক বাইকটির। আর পেট্রল ট্যাঙ্কে লাগানো আছে বিশেষ রাবার প্যাড যাতে চালকের বাইকটি চালানোর সময় কোনো অসুবিধা না হয়। তবে একটি ডাউনগ্ৰেড আছে বাইকটির। সেটা হচ্ছে এই বাইকটিতে কোনো low fuel indicator নেই।