তড়িৎ ঘোষ : প্রথম ম্যাচে ভারতীয় দলের ভরাডুবি হয়েছিল বোলারদের ব্যর্থতার জন্য। দ্বিতীয় ম্যাচে স্পিনারদের পারফরম্যান্স মোটামুটি ভাবে ভালো হলেও পেশারদের পারফরম্যান্স সেভাবে ভালো হয়নি। ভারতীয় দল বরাবরই খুব একটা পরিবর্তনের পক্ষে যেতে চায়না। প্লেয়ারদের আরেকটু সময় দিতে চাই টিম ম্যানেজমেন্টও।
ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা মনে করেন দলে খুব বেশি পরিবর্তন করলে খেলোয়াড়রা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। প্রথম ও দ্বিতীয় ম্যাচে খলিল আহমেদ এর পারফরম্যান্স একদমই ভালো হয়নি তাই ভারতীয় দলে একমাত্র পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। সম্ভাব্য একাদশ –
আরও পড়ুন : ঘরের মাঠে জামশেদপুরকে হারিয়ে শীর্ষস্থানে এটিকে
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রিষভ পন্থ, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ/শার্দুল ঠাকুর।