বিনোদনভাইরাল & ভিডিওভোজপুরি

Chhath puja song : এই গানটি ছাড়া ছট উৎসব একদম অসম্পূর্ণ, দেখুন জনপ্রিয় গানের ভিডিও

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে টি সিরিজ ইউটিউব চ্যানেলে

Advertisement
Advertisement

Chhath puja song : উত্তর ভারতের অন্যতম বড় উৎসব হলো ছট পুজো। সূর্য দেবতা এবং ষষ্ঠী মাতাকে উৎসর্গ করে এই পুজো করেন উত্তর ভারতের মানুষরা। ছট পুজোর নিয়ম কানুন খুবই কঠিন এবং এতে উপবাস পালনকারী ভক্তদের ৩৬ ঘন্টা নির্জলা উপবাস করতে হয়। ছট পুজোর সময় কিন্তু জল খাওয়া যায় না এবং এর নিয়ম কানুন বেশ শক্ত। তবে এর মধ্যেই ছট পুজোর একটা নিজস্ব আনন্দ রয়েছে।

Advertisement
Advertisement

এ বছর ১৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই ছট পুজো এবং আগামী ২০ নভেম্বর ২০২৩ পর্যন্ত চলবে ছট পুজো। সূর্য এবং ছট মাতার উপবাস করে যদি আপনি এই পুজো করেন তাহলে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। যদিও এই উৎসবটা সবাই পালন করেন না। মূলত বিহার এবং উত্তর প্রদেশের কিছু জায়গায় এই ছট পুজোর চল রয়েছে। এইসব জায়গায় বেশ আড়ম্বর এবং প্রদর্শনীর সাথে ছট পুজো পালন করা হয়। শিশুদের জন্য এই পুজো করেন সবাই। বলতে গেলে নারী এবং পুরুষ সবাই এই পুজো করতে পারেন এবং উপবাস রাখতে পারেন।

Advertisement

ভোজপুরি দুনিয়ায় এই ছট পুজো উপলক্ষে বেশ কিছু নতুন নতুন গান প্রকাশিত হয়। আর সাথে সাথে এই বেশ কিছু পুরনো গান এখনো মানুষের মনে একটা জায়গা করে রেখেছে। সারদা সিনহা সট উৎসবের জন্য বেশ কিছু গান গেয়েছেন। আর গান ছাড়া ছট পুজো যেন একেবারে অসম্ভব। কেলোয়া কে পাত পার গানটি হল এরকমই একটি ছট পুজো উপলক্ষে গাওয়া গান। এই গানটি সম্প্রতি ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। যবে থেকে এই ছট পুজো আসার এই আমেজটা এসেছে, তবে থেকেই ইউটিউবে এই গানটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। টি সিরিজ ভক্তি সাগর ইউটিউব চ্যানেলে এই গানটি আপলোড করা হয়েছে। এখনো পর্যন্ত ৫ কোটি ৯৭ লক্ষ্য মানুষ এই গানের ভিডিওটি দেখেছেন। ২০১৮ সালের ১৩ নভেম্বর এই গানের ভিডিওটি আপলোড করা হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি

Advertisement
Advertisement

Related Articles

Back to top button