দেশনিউজ

হলুদের বদলে সবুজ ডিম পাড়ছে মুরগি, অবাক ঘটনা কেরলের এক ফার্মে

Advertisement

হলুদ ডিমের বদলে মুরগি পারছে সবুজ ডিম। এই অদ্ভুদ ঘটনাটিই ঘটলো কেরলের মলপ্পুরমে। শিয়াবুদ্দিন নামে এক জনের খামারে ঘটেছে এই অদ্ভুত ঘটনাটি। যদিও বাইরে থেকে ডিমগুলিকে দেখলে একদমই স্বাভাবিক বলেই মনে হয়, কিন্তু ডিমের কুসুমের রঙ হলুদ নয়, হলুদের বদলে সবুজ। কেরলের মলপ্পুরমে যে খামারের ঘটনা এটি সেখানে একটি মুরগি নয়, সাতটি মুরগি ডিম এমন সবুজ কুসুমের ডিম পেড়েছে। এমনকি সবুজ কুসুমের ওই ডিম রান্নার পরও কুসুম সবুজই থাকছে।

প্রাথমিক ভাবে ওই খামারের মালিক শিয়াবুদ্দিন মনে করে ছিলেন, মুরগি গুলির খাবারে কোনোরকম সমস্যা হচ্ছে। যার ফলে মুরগি গুলি এরকম সবুজ ডিম পাড়ছে। কিন্তু ওই খামারে ২০ টি মুরগি আছে, তার মধ্যে কেবলমাত্র সাতটি মুরগিই এমন সবুজ ডিম পাড়ছে। যদি খাবারে সমস্যা হতো তাহলে সবকটিই সবুজ ডিম পাড়তো। প্রসঙ্গত, নয় মাস আগে এই ঘটনাটি নজরে আসে খামার মালিক শিয়াবুদ্দিনের।

এই ঘটনার পর ওই খামার মালিক পশু চিকিৎসকের সাথে আলোচনা করেন বিষয়টি। চিকিৎসকরা জানাচ্ছেন ভয়ের কিছু নেই, ব্রিডিংয়ের সময় জিনগত কিছু পরিবর্তন হওয়ার ফলে হয়তো এমন সবুজ ডিম পাড়ছে মুরগি গুলো। তবে চিকিৎসকদের মতে এই ডিম নিয়ে এখনই বৈজ্ঞানিক পরীক্ষা হওয়া উচিত। এই ঘটনার পর রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন শিয়াবুদ্দিন। তাঁর খামারে সবুজ ডিম দেখতে এখন প্রচুর মানুষ ভিড় করছেন প্রতিদিন।

Related Articles

Back to top button