Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আকাশপথে নামখানা–বকখালি পরিদর্শন মুখ্যমন্ত্রীর, কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক

নয়ন ঘোষ:  আকাশপথে নামখানা, বকখালি, কাকদ্বীপ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কর্মসূচি বাতিল করে আজ তিনি বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান। আকাশপথে কাকদ্বীপ, নামখানা, বকখালি পরিদর্শনের পর কাকদ্বীপে একটি…

Avatar

নয়ন ঘোষ:  আকাশপথে নামখানা, বকখালি, কাকদ্বীপ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কর্মসূচি বাতিল করে আজ তিনি বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান। আকাশপথে কাকদ্বীপ, নামখানা, বকখালি পরিদর্শনের পর কাকদ্বীপে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেন।

সেখানে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ঝড় জলে প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়েছে। অনেক মানুষ আশ্রয়হীন হয়েছেন। বিদ্যুৎ আসতে এখনো ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে। স্থানীয় মানুষের সাহায্যের জন্য সবসময় রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত বুলবুল ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকা। আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ। প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। তাই উত্তরবঙ্গ সফর বাতিল করে আজ আকাশপথে নামখানা, বকখালি, কাকদ্বীপ পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার তার বসিরহাটের বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে।

About Author