রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রের নির্বাচিত হটস্পট এলাকার মধ্যে রাজ্যের ৪ টি এলাকা ও রয়েছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া ও উত্তর ২৪ পরগনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হাওড়ার বেশ কিছু এলাকায় বিশেষ নজরদারি চালাতে বলেছেন তিনি। এরসাথে প্রয়োজন পড়লে সশস্ত্র বাহিনী নামানো হবে বলেও বৈঠকে উল্লেখ করেছেন।
তবে রাজ্যের বেশ কিছু এলাকা রয়েছে, যেখানে করোনা সংক্রমণ ঘটেনি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই জেলাগুলি হল-
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রাম।
এই ১০ টি জেলাতে কোনো সংক্রমণ হয়নি বলে জানা গেছে। কিন্তু এই এলাকাগুলিতে সংক্রমণ ঘটেনি বলে কোনোভাবেই বিধিনিষেধ ও নজরদারি হালকা করা যাবে না। কড়া নজরদারিতে রাখতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।