রেশন কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! আনতে চলেছে বিরাট পরিবর্তন
এবার থেকে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে রেশন কার্ড। এর জন্য অবশ্য একটি বিশেষ আবেদনপত্র সংগ্রহ করতে হবে খাদ্য দপ্তর থেকে। খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকেই এই আবেদনপত্র সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে রাজ্য। এই কাজের জন্য প্রয়োজনীয় ১০ নম্বর ফর্মের ছাড়পত্র মিলেছে নবান্ন থেকে। পুজোর ছুটির পর দপ্তরের কাজকর্ম শুরু হলে এই ফর্ম পাওয়া যাবে বলে জানা গেছে।
১৭ অক্টোবর থেকে এই ফর্ম পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। তবে এই বিশেষ রেশন কার্ড দিয়ে কোন খাদ্যসামগ্রী পাওয়া যাবে না। শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে এই রেশন কার্ড। সূত্রের খবর, সম্প্রতি রেশন কার্ড নিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিশেষ কার্ডের ব্যবস্থা করছে খাদ্য দপ্তর। তবে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে একটি সর্বদলীয় বৈঠক ডেকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।