নিউজপলিটিক্সরাজ্য

‘বিজেপি কেউটে সাপ, যেখানে ঢুকবে ছোবল মারবে’, বাঁকুড়ার জনসভায় বললেন মমতা

প্রথম দফার নির্বাচনকে পাখি চোখ করে বাঁকুড়ায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিধানসভার প্রথম দফার নির্বাচন। এই নির্বাচনের বিকে পাখির চোখ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভা করতে এসেছিলেন বাঁকুড়াতে। তার সেই সবার পাল্টা এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করলেন বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে। কোতুলপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “আগে এখানে খুন হত এখন শুধুমাত্র শান্তি রয়েছে। বিজেপি আসলে সব কিছু বিক্রি করে দেবে তখন খাবেন কি? আপনার ব্যাংকের টাকা অব্দি বিজেপি খেয়ে নেবে। আমি তারকেশ্বর বিষ্ণুপুর লাইন করে দিয়েছিলাম। বিজেপি কোতুলপুর এ শুধুমাত্র কতোল করতো। বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো। বাঁকুড়ার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে।

ওরা নির্বাচনের আগে অনেক কথা বলবে আর নির্বাচন শেষ হয়ে গেলে পালিয়ে যাবে আর ডুগডুগি বাজাবে। বাড়িতে বাড়িতে পাইপ দিয়ে জল পৌঁছে দেবো আমরা। বাঁকুড়ার ছেলেমেয়েদের গ্রামীণ কাজ হবে ১০০ দিনের কাজে। অন্যতম বৃহৎ জল প্রকল্প শুরু করা হয়েছে বাঁকুড়াতে।

এছাড়াও মমতা বললেন রাস্তার যা অবস্থা ছিল তার থেকে এখন অনেক ভালো হয়েছে বাঁকুড়ার রাস্তা। ১২১৮ কোটি টাকা দিয়ে বাঁকুড়াতে বৃহৎ জল সরবরাহ প্রকল্প শুরু করা হয়েছে। বাড়িতে বসে কাজের জন্য বাড়িতে লোন দেওয়া হচ্ছে। আমার দলের ইলেকটেট মেম্বারদের ৪০ শতাংশ সংরক্ষণ রয়েছে। বিজেপি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি টুকলি করতে পারে। মনে রাখবেন সিপিএম বিজেপির সঙ্গে ডিল করেছে। আমরা ৪০ কোটি টাকা খরচা করে ৩০০ ট্রেনের ভাড়া দিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসেছি।

মানুষ যদি বলে তাহলে আমি তাদের বাড়িতে রান্না করে দিয়ে আসতে পারি। আমি ভাঙ্গি তবু মচকাই না। ওরা কেউটে সাপ, যেখানে ঢুকবে ছোবল মারবে। মমতা আরো বললেন, এখান থেকে বিজেপিকে খালি করা হবে। খেলা হবে।

Related Articles

Back to top button