বেশ কিছু দিন ধরেই লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভারত ও চিনের মধ্যে। বারবার সামরিক ও কূটনৈতিক পর্যায়ের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। তবে, দু পক্ষ থেকেই শান্তিপূর্ণ ভাবে সীমান্তের এই উত্তেজনা কমাতে দ্বিপাক্ষিক আলোচনার আগ্রহ দেখিয়েছেন কূটনৈতিক নেতারা। এর মধ্যেই উপগ্রহ চিত্রের প্রসঙ্গ টেনে চিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ভারত।
ভারতের দাবি, মুখে শান্তিপূর্ণ উপায়ে সীমান্ত সমস্যার সমাধানের কথা বললেও লাদাখ সীমান্তে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে চিন। এই অবস্থায় দাঁড়িয়ে পাল্টা আঘাত হানতে প্রস্তুত ভারতও। কোন মতেই বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় নয়াদিল্লি। সেই মতো প্রস্তুত রাখা হচ্ছে দেশের সামরিক বাহিনীকে।
লাদাখে আগ্রাসন বাড়াতে পারে চিন, এই আশঙ্কায় প্রস্তুত হচ্ছে ভারতও। উপগ্রহ চিত্র দেখে নিশ্চিত হওয়ার পর সীমান্তে টহলদারি চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। উপগ্রহ চিত্রে দেখা গেছে, গালওয়ান উপত্যকার ১৪ নং পেট্রোলিং পয়েন্টে এখনও চিনা সেনার ক্যাম্প রয়েছে। এই ছবি প্রকাশ্যে আসতেই পূর্ব লাদাখে তৎপরতা বাড়িয়েছে ভারত।
ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে গালওয়ান উপত্যকার সীমান্তে। যার প্রথম ধাপে রয়েছেন আইটিবিপি-র জওয়ানরা। পরের দুটি ধাপে কাজে লাগানো হচ্ছে শিখ রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট ও পাঞ্জাব রেজিমেন্টকে। এর মাধ্যমে ভারতের তরফে কার্যত যুদ্ধ প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।