Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

বিশ্ব জুড়ে প্রায় ৭৩ হাজার করোনায় আক্রান্ত, চিনে মৃতের সংখ্যা দুই হাজার

Advertisement

মৃতের সংখ্যা ক্রমাগত বেড়ে মৃত্যুপুরী হয়ে চলেছে চিন। এখনো পর্যন্ত চিনে মৃতের সংখ্যা দুই হাজার। নতুন করে এই রোগে আক্রান্ত ১,৬৯৩ জন। চিকিৎসা পরিষেবায় জড়িত ১,৭১৬ জন কর্মী আক্রান্ত এই ভাইরাসে। গত সপ্তাহেই উহান শহরে করোনায় আক্রান্ত হয়ে ছ’জন চিকিৎসাকর্মীর মৃত্যু হলে তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।

করোনা-মোকাবিলায় ব্যর্থতায় প্রশাসনকেই দায়ি করছে চিনের নাগরিকরা। সারা বিশ্বে তিন হাজার স্বাস্থ্যকর্মী যারা ৩২২ টি হাসপাতালে লড়াই করে যাচ্ছেন তাদেরও মৃত্যুর মুখে পড়তে হচ্ছে নিরাপত্তার অভাবে। মঙ্গলবার চিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৮৭১। এর মধ্যে ৯৩ জন হুবেই প্রদেশের। বিশ্ব জুড়ে প্রায় ৭৩ হাজার করোনায় আক্রান্তের মধ্যে প্রায় ১২ হাজার জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : ভারতীয় রেলে তৎকাল টিকিট নিয়ে বড়সড় ঘোষণা

নোভেল করোনাভাইরাসে উহানের উচ্যাং হাসপাতালের ডিরেক্টরের মৃত্যু ঘিরে নানারকম সংবাদ দেওয়া হয়। প্রথমে তাঁর মৃত্যুর খবর জানানো হলেও তা চিনের সংবাদমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয় এবং দাবি করা হয় ওই চিকিৎসককে জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে আবার ওই চিকিৎসকের মৃত্যুর খবর প্রকাশ করলে চিন সরকারের বিরুদ্ধে ক্ষোভে প্রকাশ করেন নাগরিকরা। রোগের মোকাবিলায় ব্যর্থ হয়ে মানুষের আর্তনাদ বেড়ে চলেছে চিনে। এখনো পর্যন্ত চীনের হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। চিনের প্রশাসনের ওপর যে সন্তুষ্ট নয় নাগরিকরা তা তাদের ক্ষোভ প্রকাশেই প্রমাণিত হচ্ছে।

Related Articles

Back to top button