Today Trending Newsদেশনিউজ

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ১৭০

Advertisement

চীনে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত ১৭০ ছাড়িয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার চীন সরকার জানিয়েছে নতুন করে ১৭০০ জনেরও বেশি মানুষের দেহে এই ভাইরাস ছড়িয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হয়েছিল, এখান থেকেই সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বৃহস্পতিবার জানিয়েছে যে, এই রোগে এখনও পর্যন্ত মোট ১৭০ জন মারা গিয়েছে। এই ভাইরাসে এখনো পর্যন্ত ১৩৭০ জন গুরুতর ভাবে আক্রান্ত হয়েছে এবং বুধবার পর্যন্ত ১২,১৬৭ জনের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেছে। ১২৪ জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার পর্যন্ত হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলে ১০ টি, ম্যাকাও-এর বিশেষ প্রশাসনিক অঞ্চলে সাতটি এবং তাইওয়ানে আটটি এই ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কমিশন। বুধবার এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ, লায়ন এয়ার, ইন্ডিগো সহ বেশ কয়েকটি বিমান সংস্থা চীনের বিভিন্ন শহরে তাদের বিমান পরিষেবা স্থগিত করেছে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ইতিমধ্যেই তাদের দেশের অভিযাত্রীদের চীন ভ্রমণে সাবধান থাকতে বলেছে।

বেজিং-ও করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে বিদেশি পর্যটকদের চীন ভ্রমণে সাবধান থাকতে বলেছে। এয়ার ইন্ডিয়া ৩১ জানুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি-সাংহাই রুটে ফ্লাইট স্থগিত রেখেছে। বিমান সংস্থা ইন্ডিগো ১লা ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরু-হংকং রুটে এবং ১লা থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি-চেঙ্গদু রুটে বিমান পরিষেবা স্থগিত রেখেছে।

Related Articles

Back to top button