নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রকের বৈঠকের পর এ নিয়ে কোনও সমাধান সূত্র মেলেনি। চিনের বিদেশমন্ত্রী মুখে শান্তির বার্তা বললেও তা কাজে কিছুই চোখে পড়েনি। এমন সময় চাল রপ্তানি করে চিনের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত।
সাধারণত থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে চাল আমদানি করে চিন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেখানে রপ্তানি করার মতো পর্যাপ্ত পরিমাণে চাল নেই। যদিও বা আছে, তা অনেক দাম। সে জায়গায় ভারত অনেক কম দামে চাল রপ্তানি করছে চিনের কাছে। তাই ভারতের থেকেই চাল কেনা শ্রেয় বলে মনে করেছে বেজিং সরকার।
যদিও অন্যান্য সময়ে গুণগত মানের দিক থেকে ভারতের চাল কেনাকে অপছন্দ করে থাকে চিন। কিন্তু এবারে পাকিস্তান, ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড থেকে পর্যাপ্ত পরিমাণে চাল আমদানি করতে না পারায় কম দামে ভারত থেকেই চাল আমদানি করছে জিনপিংয়ের দেশ। সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মধ্যেই চাল নিয়ে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।