লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত বিরোধের মধ্যেই চীনকে বার্তা দিল ভারত। বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, ধ্বংসকারী, ফ্রিগেট ও সাবমেরিন নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মহড়া চালিয়ে চীনকে বার্তা দিল ভারতীয় নৌবাহিনী। চীনের আপত্তি উড়িয়ে আমেরিকান সুপার বিমান বাহক ইউএসএস নিমিতজ এবং ইউএসএস রোনাল্ড রেগান যখন দক্ষিণ চীন সাগরে যুদ্ধের মহড়া চালাচ্ছে ঠিক তখনই বেজিং-কে চাপে রাখতে ভারতের পক্ষ থেকেও মহড়া চালানো হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় নৌবহরের রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় বৎস্যায়নের নেতৃত্বে মহড়া চালানো হয়। তবে মালাক্কা প্রণালীর কাছে মোতায়েন করা কিছু যুদ্ধজাহাজও এই মহড়ায় অংশ নিচ্ছে। একইসঙ্গে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে থাকা দ্বীপপুঞ্জগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন ছাড়াও অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েনের জন্যও দ্রুত ট্র্যাক করার পরিকল্পনা নিয়েছে ভারত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআন্দামান ও নিকোবর কমান্ড (এএনসি) হল ভারতের একমাত্র থিয়েটার কমান্ড যেখানে সেনা, নেভি, আইএএফ এবং কোস্টগার্ডের সমস্ত সম্পদ ও জনবল এক অপারেশনাল কমান্ডারের অধীনে রাখা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মালাক্কা প্রণালীর দিকে সমুদ্রের উন্মুক্ত অংশের সুরক্ষা নিশ্চিত করা ছাড়াও ভারত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে আন্দামানের ঘাঁটিগুলি কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। সেই কাজেই এবার নজর দিচ্ছে ভারতীয় নৌবাহিনী।