সরকারের কাজ প্রচারের নামে অ্যাপের মাধ্যমে ইউজারদের ব্যক্তিগত সব তথ্য জেনে নিচ্ছে চীন!
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ফোনে আড়ি পাতা বা কোনো অ্যাপের মাধ্যমে গ্রাহক দের তথ্য জেনে নেওয়ার বিষয়টা অনেক পুরানো। কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকের বিরুদ্ধেও উঠেছিল একই অভিযোগ। আর ঠিক একই অভিযোগ সম্প্রতি উঠলো চীনা সরকারের বিরুদ্ধেও। চীনের একটি গবেষণা সংস্থার একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। জানা গিয়েছে, কম করে ১০ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর যাবতীয় ব্যক্তিগত তথ্য একটি অ্যাপের মাধ্যমে গোপন পথে পৌঁছে যাচ্ছে চীন সরকারের হাতে।
২০১৯ এর শুরুতেই সমস্ত সরকারি কাজ, পরিষেবা মূলক প্রচারের জন্য সরকারের তরফ থেকে একটি অ্যাপ চালু করা হয়। এবছরের জানুয়ারিতে চীনা কমিউনিস্ট পার্টি ‘স্টাডি দ্য গ্রেট নেশন’ নামে এই অ্যাপটি চালু করেছিল। আর এই অ্যাপ থেকেই ফাঁস হচ্ছে নাগরিকদের যাবতীয় গোপন তথ্য। ওই অ্যাপের মাধ্যমেই চীনের স্মার্টফোন ব্যবহারকারী দের ব্যক্তিগত তথ্য ও গতিবিধির উপর গোপনে নজরদারি চালানো শুরু হয়েছে। বিষয়টি দীর্ঘদিন কেউ ধরতে না পারলেও সম্প্রতি ‘ওপেন টেকনোলজি ফান্ড’ নামক একটি সংস্থার চালানো গবেষণায় জানা গেছে একথা।
গবেষণাকারী সংস্থা থেকে বলা হয়েছে, ব্যবহারকারীদের যাবতীয় ব্যক্তিগত তথ্য, এমনকি তাদের সঙ্গে যাদের মেসেজ ও ফোটো দেওয়া-নেওয়া হয় তাদেরও সব তথ্য, ইন্টারনেটে তারা কাকে কাকে ‘মেল’ পাঠাচ্ছেন, ইন্টারনেটে কাকে বা কী খুঁজছেন, সব খুঁটিনাটি চীনা কমিউনিস্ট পার্টি জেনে যাচ্ছে এই প্রচারমূলক অ্যাপের মাধ্যমে। ওই গবেষণা সংস্থার এক কর্তার মতে এভাবে প্রায় ১০ কোটি মানুষের উপর নজরদারি চালাচ্ছে চীন সরকার।