ভারতের আবেদনে সাড়া দিয়ে চীন করোনা পরীক্ষার কিট পাঠাচ্ছে। বুধবার চীনের গুয়াংঝোউ থেকে প্রায় ৩ লক্ষ করোনা কিট অবশেষে ভারতে পাঠাবে বলে সরকারি সূত্রের খবর। বৃহস্পতিবারেই এই কিটগুলি নমুনা পরীক্ষার জন্য নয়াদিল্লিতে আসবে।
জার্মানি, কোরিয়া, ফ্রান্স, এই দেশগুলির থেকেও করোনা কিট কেনার চেষ্টা করেছে ভারত। পরে খোঁজখবর নিয়ে জানা যায় যে এই দেশগুলিও করোনা কিট চীন থেকেই গ্রহণ করে। তাই ভারত এবার সরাসরি চীন থেকেই কিট নিচ্ছে।
চীনের সরকারি কিট প্রস্তুতকারী সংস্থার একটি তালিকা ও পাঠানো হয়, যেখানে বলা হয়েছে যে এই কিটগুলি রফতানি করার যোগ্য ও ভালো গুণমান সম্পন্ন কিট। সূত্রের খবর অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২০ লক্ষ করোনা কিট চীন থেকে ভারতে এসে পৌঁছবে বলে জানা গেছে।
ভারতে যে ১৭০ টি হটস্পট এলাকা চিহ্নিত করা হয়েছে সেই এলাকাগুলোতে এই কিটগুলি দিয়ে নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।