৪-জি পরিষেবার জন্য একটি চীনা কোম্পানি কে টেন্ডার দিয়েছিল সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। কিন্তু বর্তমানে ভারত চীনের মধ্যে সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে সেই টেন্ডার বাতিল করলো বিএসএনএল। সূত্রের খবর অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ টেলিকমের নির্দেশ মতোই এই টেন্ডার বাতিল করা হয়েছে। বর্তমানে ভারত চীনের সাথে সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে সমস্ত চীনা পণ্য বর্জনের নীতি নিয়েছে। সম্প্রতি ভারত থেকে টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় ৫৯ টি অ্যাপও ব্যান করা হয়েছে।
সীমান্ত সংঘর্ষের জেরে একাধিক ক্ষেত্রে চীনা সংস্থার সাথে যৌথ উদ্যোগ বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতেই বিএসএনএলের তরফে বাতিল করা হলো ৪-জি নিয়ে এই টেন্ডার। বিএসএনএলের চেয়ারম্যান জানিয়েছেন, ৪-জি পরিষেবার জন্য কোনো চীনা যন্ত্রাংশ ব্যবহার করা হবেনা। পরিবর্তে ভারতে তৈরি যন্ত্রাংশ এবং ভারতীয় সংস্থা গুলিকে নিয়েই কাজ করা হবে। জানা যাচ্ছে, বিএসএনএলের ৪-জি পরিষেবার জন্য নতুন করে টেন্ডার ডাকা হতে পারে।
দুই সরকারি টেলিকম পরিষেবা সংস্থা বিএসএনএল এবং এমটিএনএলের ৪-জি পরিষেবার জন্য একটি চীনা সংস্থার সাথে ৮০০০ কোটি টাকার চুক্তি করা হয়েছিল। এই ৪-জি পরিষেবার জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রাংশ আসতো চীন থেকে। প্রসঙ্গত, চীনা সংস্থা হুয়াই এবং জেডটিই ভারতের বাজারে টেলিকম পরিষেবা প্রদানকারী যন্ত্রাংশ তৈরি করে। টেলিকম মন্ত্রক চাইছে এই মুহূর্তে এই দুই সংস্থাকে সমস্ত টেন্ডার থেকে সরিয়ে দিতে। তাই বিএসএনএলের এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।