Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তিব্বত নিয়ে ভারতকে হুঁশিয়ারি চিনের

নয়াদিল্লি: বছরভর লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতি একইভাবে অব্যাহত ছিল। ২০২০ শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত লাদাখে শান্তি ফেরেনি। করোনা ভাইরাস চিন থেকে উৎপত্তি হওয়ার ঘটনার পর থেকেই কার্যত বিশ্বের…

Avatar

নয়াদিল্লি: বছরভর লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতি একইভাবে অব্যাহত ছিল। ২০২০ শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত লাদাখে শান্তি ফেরেনি। করোনা ভাইরাস চিন থেকে উৎপত্তি হওয়ার ঘটনার পর থেকেই কার্যত বিশ্বের কূটনৈতিক মহলে কোণঠাসা বেজিং সরকার। এমতাবস্থায় তিব্বত নিয়ে যেন ভারত কোনও অসংবেদনশীল মন্তব্য না করে এমন হুঁশিয়ারি দিল চিন। তিব্বতের যে কোনও বিষয়ে খুবই সংবেদনশীল। তাই এই সম্পর্কিত যে কোনও খবরে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা থাকা উচিত বলেই দিল্লিতে চিনা দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে ভারতকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তিব্বতিদের অধিকারকে স্বীকৃতি দেওয়ার সংক্রান্ত পদক্ষেপ বিষয়ক একটি আইন সাক্ষর করেছিলেন। সেই আইনকে ভারত সমর্থন করেছে এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর রেগে লাল বেজিং সরকার। আর তাই এ প্রসঙ্গেই নজিরবিহীন কঠোর বিবৃতি দেওয়া হয়েছে চিনের পক্ষ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এ প্রসঙ্গে চিনা দূতাবাসের মুখপাত্র জি রং বলেছেন, ‘আমাদের আশা, ভারতীয় সংবাদমাধ্যম চিনের সার্বভৌমত্ব ও অখন্ডতাকে রক্ষা করবে।’ এর পাশাপাশি চিনা দূতাবাসের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে, চিনের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত নাক গলিয়ে তিব্বত কার্ড খেললে তার ফল ভাল হবে না। উল্টে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এভাবেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছে চিন।

About Author