মাত্র ১৫ মিনিটের চার্জে চলবে ৫০০ কিলোমিটার! অসম্ভবকে সম্ভব করল চীনা সংস্থা
Zeekr 007 সেডানে প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছে। যা ২৭শে ডিসেম্বর লঞ্চ করা হয়েছে।
জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে কমেছে পেট্রোল কিংবা ডিজেল চালিত গাড়ির বিক্রয়। তার বদলে দেখা যাচ্ছে ইলেকট্রিক গাড়ি ক্রয়ের দিকে মনোনিবেশ করছেন গ্রাহকরা। অল্প খরচে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব বলে আজকের দিনে বেশিরভাগ মানুষ ইলেকট্রিক গাড়ি ক্রয়ের পরিকল্পনা করছেন। আর যার প্রমাণ পাওয়া গেছে গেল অর্থবছরে গাড়ি বিক্রয়ের পরিসংখ্যানে। ২০২৩ অর্থবছরে ভারতের বাজারে একপ্রকার রাজত্ব করেছে ইলেকট্রিক গাড়ি। যার ফলে ধারাবাহিক নিয়ম ভেঙে উল্লেখযোগ্য ভাবে কমেছে পেট্রোল কিংবা ডিজেল চালিত গাড়ির বিক্রয়।
তবে ইলেকট্রিক গাড়ির বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও দুশ্চিন্তায় রাত্রি যাপন করছেন গ্রাহকরা। কারণ, একটি ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণ চার্জ হতে ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকে। যার বদলে ৩০০ থেকে ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারেন গ্রাহকরা। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে গাড়িটিকে চার্জ করাতে হলে ফের ৬ থেকে ৮ ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে গ্রাহকদের। যে কারণে ইচ্ছে থাকলেও অনেকেই সহজলভ্য এই গাড়িটি ক্রয় করতে অনীহা প্রকাশ করছেন। পক্ষান্তরে, ডিজেল কিংবা পেট্রোল চালিত গাড়িতে এই ধরনের কোন সমস্যার সম্মুখীন হতেই হয় না গ্রাহকদের। জ্বালানি তেলের সরবরাহ অটুট থাকলে বিশ্রাম ছাড়াই কয়েক শত কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে এই সমস্ত গাড়ি।
তবে ইলেকট্রিক গাড়ির এই জটিল সমস্যার সমাধান নিয়ে এসেছে চীনের একটি সংস্থা। চীনের জিলি হোল্ডিং গোষ্ঠীর (Geely Holding Group) অধীনস্থ ইভি ব্র্যান্ড জিকার (Zeekr)। তারা আল্ট্রাফাস্ট চার্জিং প্রযুক্তির নতুন লিথিয়াম আয়রন ফসফেট বা এলপিএফ (LFP) ব্যাটারি সেল ও প্যাক তৈরি করে চমকে দিয়েছে গোটা বিশ্বকে। চীনা এই সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের এই ব্যাটারীটি মাত্র ১৫ মিনিটের চার্জে ৪৯৯ কিলোমিটার পর্যন্ত মাইলেজ ব্যাকআপ দিতে সক্ষম।
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এটাই বিশ্বের একমাত্র ব্যাটারি যা ব্যবহার করে মানুষ বিশেষভাবে উপকৃত হবে। কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, Zeekr 007 সেডানে প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছে। যা ২৭শে ডিসেম্বর লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা চাইলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বুকিং করতে পারবেন বলেও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।