ইউরোপে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, চিনকে ছাড়িয়ে গেল ইতালির মৃত্যু
চিনের উইহান প্রদেশ থেকে তার ভরকেন্দ্র ইউরোপে সরিয়ে নেওয়ার পর থেকে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস। ইতিমধ্যে কোভিড ১৯ -এর ফলে চিনের ভয়াবহতাকে ছাপিয়ে গিয়েছে ইতালির মৃত্যু। শুধু তাই নয় পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য দেশগুলোর ভয়াবহ পরিস্থিতি। ইতিমধ্যে ইতালিতে কোভিড ১৯ -এর কারণে মৃত্যু হয়েছে ৩৪০৫ জনের। বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, চিনে মোট মৃতের সংখ্যা ৩২৪৫। ফলে, গোটা দেশ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা ২৫ শে মার্চ থেকে বাড়িয়ে ৩ রা এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
শুধু ইতালি নয়, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোতেও দ্রুত খারাপ হচ্ছে পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় স্পেনে মৃত্যুর হার বেড়েছে ৩০ শতাংশ। ইতিমধ্যে সেখানে ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। মাদ্রিদের ৮০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত। জার্মানিতে সংক্রমিত মানুষের সংখ্যা ১১ হাজারে পৌঁছেছে। মৃত্যু হয়েছে ২০ জনের। তবে তা হু হু করে বাড়ার আশঙ্কা করছে দেশবাসী। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে ব্রিটেনে মারা গিয়েছেন প্রায় শতাধিক মানুষ। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। ফলে সমস্ত দেশেই একের পর এক শহর বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকারের তরফে কার্ফু জারি করা হয়েছে ইউরোপের একাধিক দেশে।
আরও পড়ুন : কোলকাতায় আরও একজনের দেহে মিলল নোভেল করোনা ভাইরাস
আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। মূলত ভিন দেশ থেকে নাগরিকদের ফেরার কারণেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুয়েতারেস আশঙ্কা প্রকাশ করেছেন যে, গরিব দেশগুলোতে ভাইরাস ছড়িয়ে পড়লে তা আটকানো মুস্কিল হয়ে পড়বে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর আশঙ্কা করেছেন তিনি।