করোনায় আক্রান্ত হলেন দক্ষিণি মেগাস্টার চিরঞ্জীবী, আছেন হোম কোয়ারানটিনে

করোনার প্রভাব এখনও পর্যন্ত পুরদমে কাটেনি। এবারে করোনার থাবা গিয়ে পড়ে দক্ষিণি মেগাস্টার চিরঞ্জীবীর উপর।'আচার্য' ছবির শ্যুটিং শুরুর আগে নিয়ম মেনে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। তখনই তাঁর রিপোর্ট পজিটিভ আসে।…

করোনার প্রভাব এখনও পর্যন্ত পুরদমে কাটেনি। এবারে করোনার থাবা গিয়ে পড়ে দক্ষিণি মেগাস্টার চিরঞ্জীবীর উপর।’আচার্য’ ছবির শ্যুটিং শুরুর আগে নিয়ম মেনে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। তখনই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এখনও পর্যন্ত তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বর্তমানে তিনি শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন। এমনকি পরিবারের থেকেও বিচ্ছিন্ন থেকে একাকী দিন কাটাচ্ছেন। টুইট করে তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন যে গত ৫ দিনে যাঁরা তাঁর সঙ্গে দেখা করেছেন তাঁরা প্রত্যেকেই যেন সাবধানে থাকেন।