‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানে দুর্দান্ত বেলি ড্যান্স এক যুবতীর, এই জায়গায় থমকে গেল মানুষের চোখ!

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

Avatar

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী জুহি শেখ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই আবারো পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। আর এক্ষেত্রে ইনস্টাগ্রাম আজকের প্রজন্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে।

 

View this post on Instagram

 

A post shared by 🧿MUSSARAT (@juhi_sheikh__)

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে এক দক্ষ বেলি নাচ শিল্পীর দেখা মিলেছে। দিল্লি নিবাসী এই বেলি নাচ শিল্পী, নাম জুহি শেখ। তার নাচের দক্ষতার ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই মিলবে। এদিন বলিউডের অন্যতম হিট আইটেম নম্বর ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’এর তালেই তাল মিলিয়েছিলেন জুহি। মানানসই হলুদ ও নীল পোশাকেই এদিন নিজের বাড়ির ছাদে উল্লেখ্য বলিউড গানের সাথেই দক্ষ নৃত্য পরিবেশনা করেছিলেন তিনি। আপাতত, নিজের নৃত্যশৈলীর গুণে নেটনাগরিকদের একাংশের মাঝে অজস্র প্রশংসা কুড়িয়েছেন জুহি। বলাই বাহুল্য, সবমিলিয়ে এই মুহূর্তে তার এই নাচের ঝলক মুগ্ধ করেছে একাংশকে। অনেকের মতে, নিজের নাচের দক্ষতার গুণে পর্দার মাধুরী দীক্ষিতকেও টেক্কা দিয়েছেন তিনি। আর তার একাধিক ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।

About Author