Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড়দিনে সেজে উঠছে পার্কস্ট্রিট, সঙ্গে কড়া নিরাপত্তা

বড়দিনের কেক ক্রিসমাস ট্রি স্যান্টাক্লজ এর দেওয়া উপহার এসবের পাশাপাশি সুসজ্জিত পার্কস্ট্রিট চত্বর জুড়ে জমজমাট ভিড়, আলোর ঝলকানি রাঙিয়ে তোলে গোটা কলকাতাকে। উৎসবের এ খুশিতে নিরাপত্তা জরুরী আর তাই ২৫…

Avatar

বড়দিনের কেক ক্রিসমাস ট্রি স্যান্টাক্লজ এর দেওয়া উপহার এসবের পাশাপাশি সুসজ্জিত পার্কস্ট্রিট চত্বর জুড়ে জমজমাট ভিড়, আলোর ঝলকানি রাঙিয়ে তোলে গোটা কলকাতাকে। উৎসবের এ খুশিতে নিরাপত্তা জরুরী আর তাই ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনে পার্কস্ট্রিটের যান চলাচল বন্ধ থাকবে।

প্রায় পাঁচ হাজার পুলিশকর্মী শহরজুড়ে থাকবেন নিরাপত্তার জন্য। মহিলা সুরক্ষার্থে থাকছে মহিলাদের বিশেষ বাহিনী। বছর শেষে এই উৎসবের আনন্দময় পরিস্থিতি যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় তাই এই ব্যবস্থা। চারজন ডিসি পদমর্যাদার অফিসার ও পাঁচ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফিসার থাকবেন এই দায়িত্বে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বড়দিন সামনেই, বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু কেক, জেনে নিন রেসিপি

নতুন বছরকে স্বাগত জানানোর আগে এই বছরকে উৎসবের আনন্দে বিদায় দিতে যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হওয়ার শহরবাসীকে, তার জন্য রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About Author