Video: অবিশ্বাস্য ডান্স স্টেপের সাথে কিলার লুক, ভাইরাল এই তরুণীর নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা

সম্প্রতি ২০ বছরের এক যুবতীকে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা 'বিবি নম্বার-১' এর জনপ্রিয় গান তথা 'চুনারী চুনারী..'-তে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গেছে। ভিডিওটিতে ভারতীয় ওই যুবতীর বোল্ড পারফরমেন্স রাতের…

Avatar

সম্প্রতি ২০ বছরের এক যুবতীকে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘বিবি নম্বার-১’ এর জনপ্রিয় গান তথা ‘চুনারী চুনারী..’-তে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গেছে। ভিডিওটিতে ভারতীয় ওই যুবতীর বোল্ড পারফরমেন্স রাতের ঘুম উড়িয়েছে তরুণদের। বলিউডের অন্যতম জনপ্রিয় গান “চুনারি চুনারি”-তে বোল্ড পারফরম্যান্স করতে দেখা গেছে এক যুবতীকে। শুধুমাত্র দুর্দান্ত পারফরমেন্স নয়, কালো ড্রেসে হট লুকে নেটিজেনদের হৃদয়ে কম্পনের সৃষ্টি করেছেন তিনি। তাছাড়া ডান্সের সময় তার কিউটনেস তরুণদের হৃদয়ে তীর বিদ্ধ করেছে।

বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। যার একটি বড় অংশ জুড়ে রয়েছে ভারতীয় যুবতীদের সাহসী পারফরম্যান্সের ভিডিও। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রতিনিয়ত একাধিক ভিডিও ভাইরাল হলেও ভারতীয় যুবতীদের হট ডান্সের ভিডিও ভাইরাল হয় চোখের পলকে।
সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতার কারণে অনেকেই স্বল্প সময়ে খ্যাতি অর্জনের জন্য বেছে নিচ্ছেন এই রাস্তাটি।

বর্তমানে ইউটিউবে বলিউডের অন্যতম জনপ্রিয় গান “চুনারি চুনারি”-তে মোহনীয় পারফরম্যান্স করতে দেখা গেছে এক তরুণীকে। শুধুমাত্র দুর্দান্ত পারফরমেন্স নয়, কালো ড্রেসে হট লুকে নেটিজেনদের হৃদয়ে কম্পনের সৃষ্টি করেছেন তিনি। এই প্রথমবার নয় যে এই তরুণী সংবাদ শিরোনামে এসেছেন। ইতিপূর্বে বেশ কয়েকবার নিজের মোহনীয় ডান্সের জন্য সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছেন তিনি। জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মুসকানের এই ভিডিওটি এখনও পর্যন্ত ৩.৪ কোটি মানুষ উপভোগ করেছে। পাশাপাশি ৪ লাখের বেশি মানুষ পছন্দ করেছে ভিডিওটি।