গতকাল রাতে কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে সার্কুলার বের করে জারি করা হল চতুর্থ দফার লক ডাউন। আজ ১৮ই মে থেকে আগামী ৩১ শে মে পর্যন্ত অর্থাৎ আরও দুই মাস ভারতে ফের লক ডাউন দীর্ঘায়িত করা হল। তবে এই লক ডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিললেও কিছু বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো কারণেই জমায়েত ও ভিড় করা চলবে না। যার ফলে চতুর্থ দফার লক ডাউনের শেষ দিন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে শপিং মল, এন্টারটেইনমেন্ট পার্ক, সিনেমা হল, বার, জিমখানা, থিয়েটারগুলি।
তবে সূত্রের খবর, ১৫ই জুনের পর শপিং মল ও সিনেমাহল পুনরায় খুলতে পারে। একটি সাক্ষাৎকারে PVR চেয়ারম্যান এবং এমডি অজয় বিজলি জানিয়েছেন, আগামী ১৫ই জুনের পর সরকার শপিং মল খোলার অনুমতি দিতে পারে। তার কিছুদিন পর খুলতে পারে সিনেমা হলও। তিনি আরও জানিয়েছেন, সিনেমা হল ও শপিং মল খুললেও সমস্ত নিয়ম বদলে যাবে। কিছুই আগের মতন থাকবে না। সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়েই চলবে সিনেমা হলগুলি। বন্ধুবান্ধবদের গ্রুপ বা পরিবার নিয়ে যারা সিনেমা হলে প্রবেশ করবেন তাঁদের সঙ্গে অন্য আসনের দূরত্ব বজায় রাখার ব্যবস্থা থাকবে।
লক ডাউনের ফলে বেশ কিছু সিনেমা অনলাইনে রিলিজ হয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতি ঠেকাতে সেগুলি অনলাইনে রিলিজ করা খুব সাধারণ বিষয় নয়। এর ফলে গত ১৫ই মে পিভিআর ফিল্ম মেকারদের কাছে অনলাইনে সিনেমাগুলি রিলিজ হওয়ার জন্য একটি বক্তব্য রাখে। তাঁরা জানায়, পুনরায় সিনেমা হলগুলি খুললে সেখানেই যাতে রিলিজ হয়। তবে মার্চের শেষ সপ্তাহ থেকে দেশের সর্বত্র বন্ধ রয়েছে সিনেমা হল ও শপিং মলগুলি।