বলিউডবিনোদন

লকডাউনে বন্ধ সিনেমাহল, অনলাইনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি, ঘোর বিপাকে হল মালিকরা

Advertisement

কৌশিক পোল্ল্যে: ভারতীয় সিনেমার ইতিহাসে যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে লকডাউনের হাত ধরে। যেহেতু লকডাউনের জেরে বন্ধ পেক্ষাগৃহ, সেই কারনে সম্পূর্ন নির্মান হয়ে যাওয়া নতুন সিনেমাগুলি হলের অপেক্ষায় বসে না থেকে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা, এর জেরেই বড়সড় পরিবর্তন আসতে পারে সিনেমার আয়ে এবং বাজেটের পরিকল্পনায়।

ইতিমধ্যেই বলিউডের ‘গুলাবো সিতাবো’ নামক ছবিটি অ্যামাজন প্রাইমে মুক্তির ঘোষনা হয়ে গিয়েছে। অ্যামাজন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছেন এই ছবির নির্মাতারা। ছবিতে প্রথমবারের জন্য একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানাকে। নিজের অভিজ্ঞতার কথা পোস্ট করে ‘বিগ বি’ লেখেন, তার ৫১ বছরের ফিল্ম কেরিয়ারে এই প্রথমবার এমনটা হতে চলেছে। এছাড়াও ‘শকুন্তলা দেবী’ নামক বায়োপিকটিও ওটিজি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা চলছে। এই ছবিতে মানব কম্পিউটার শকুন্তলা দেবীর জীবনীর উপর আলোকপাত করা হয়েছে। ছবির নামভূমিকায় রয়েছেন বিদ্যা বালান।

এদিকে লকডাউনের জেরে ছবির মুক্তি স্থগিত না রেখে অনলাইনেই মুক্তির পথে হাঁটতে চাইছে বাংলা, তেলেগু, তামিল, কন্নড়, মারাঠি সহ অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রযোজকরা। এর জেরেই বেজায় চটেছেন সিনেমাহলের মালিকরা। আইনক্স, পিভিআর সহ অন্যান্য হলের কর্মকর্তারা এই সিদ্ধান্তে তীব্র হতাশা ব্যক্ত করেছেন। প্রেক্ষাগৃহের বদলে একের পর এক ছবি অনলাইনে মুক্তি পেতে থাকলে বাড়ি বসেই সিনেমা দেখে দর্শকদের স্বাদ বদলে যেতে পারে এই ঘোর আশঙ্কায় ভুগছেন হল মালিকরা, সেই সঙ্গে হলের সঙ্গে মোটামুটি কথাবার্তা সেরে রাখা ছবিগুলি হঠাৎই ওটিজিতে মুক্তি পেলে ঘোর বিপাকে পড়ে যাবেন মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা।

একদিকে যুগান্তকারী পরিবর্তন, অন্যদিকে সিনেমাহলের অচলাবস্থা, কোন দিকে এগোবে পরিস্থিতি সে তো সময়ই বলবে। তবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি বসেই সিনেমা দেখার স্বাদ পেলে দর্শকরা আর হলমুখো হতে চাইবেন কিনা সে বিষয়ে সন্দেহের সিঁদুরে মেঘ দানা বাঁধতে শুরু করেছে ভারতীয় সিনেমার ভাগ্যাকাশে।

Related Articles

Back to top button