দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। দেশের মানুষ ভরসা রাখতে পারছেন না দেশের অর্থনীতির উপর। গাড়ি শিল্পের বাজার চাহিদা হ্রাস এ কথায় প্রমাণ করছে। এমনটাই মনে করেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এক সাহিত্য সম্মেলনে যোগ দিতে রাজস্থানের জয়পুরে রয়েছেন তিনি। সেখানেই সাংবাদিকদের তিনি জানান, ‘দেশের অর্থনীতির উপর ভরসা রাখতে পারছেন না নাগরিকরা।’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘দেশের ব্যাংকিং ক্ষেত্র ক্রমশ খারাপ হচ্ছে, সরকারের ক্ষমতা নেই এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার।’
আরও পড়ুন : সমস্ত রেকর্ড ভেঙে জানুয়ারির GST সংগ্রহ ১.১৫ লক্ষ কোটি টাকা
১ ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে নোবেলজয়ী অর্থনীতিবিদের এমন মন্তব্যে আশঙ্কার মেঘ দেশের অর্থনীতিতে। দেশের অর্থনীতির বর্তমান অবস্থা যে আশঙ্কা করার মতোই সে কথা জানিয়ে অভিজিৎ এদিন বলেন, ‘এ নিয়ে কোন সন্দেহ নেই যে, দেশের অর্থনীতি নিয়ে যে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাহিদা না থাকার কারণেই বাইক ও গাড়ি বিক্রির হার কমেছে। এর থেকেই বোঝা যায় মানুষের অর্থনীতির প্রতি আস্থা দ্রুত কমছে।’ বিদেশী বিনিয়োগকারীরা এদেশে লগ্নি করতে ভয় পাচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।