করোনা আক্রান্ত রোগীকচিকিৎসকরা আগেই জানিয়েছেন, কোভিড-১৯ ভাইরাস সরাসরি ফুসফুসের উপর চেপে বসে। ক্রমে ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস করতে থাকে কোভিড-১৯। যার ফলে শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হয় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর। আর তার ফলে শুরু হয় শ্বাসকষ্ট। এতদিন করোনা আক্রান্ত রোগীকে সরাসরি পাঠানো হতো সিসিইউ-তে। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নতুন পরামর্শ জারি করা হয়েছে। ‘ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল’-কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর যদি শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয় তবে তাকে সরাসরি সিসিইউতে না পাঠিয়ে উপুর হয়ে শুইয়ে বা ‘অ্যাওয়েক প্রন পজিশন’-এ অক্সিজেন দিতে হবে।
এই প্রক্রিয়ার কার্যকারিতা কতটা? এই পদ্ধতির বিষয়ে ড. অনিবার্ণ সরকার জানিয়েছেন, “ফুসফুসের পেশীগুলিতে অধিক চাপ কমিয়ে উপুর হয়ে শুলে ফুসফুস অনেকটা ক্রিয়াশীল হয়। কারন ফুসফুসের বেশিরভাগ অংশ আমাদের পিঠের দিকে থাকায় উপুর হয়ে শুলে ফুসফুস কাজ করতে সক্ষম হয়। আর এরফলেই রোগীর দেহে দ্রুত বাড়ে অক্সিজেনের পরিমাণ”। এই পদ্ধতি আবিস্কার করেছিলেন একদল ফরাসি গবেষক। সাত বছর আগে শ্বাসকষ্ট লাঘবের জন্য এই প্রক্রিয়া সামনে আসে।
তবে শুধু করোনা আক্রান্ত রোগীই নয়, যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রে এই প্রক্রিয়া কার্যকরী। ফুসফুসের সংক্রমণের ফলে ক্রমে দেহে কার্বন ডাই অক্সাইড বেড়ে যেতে থাকে। অক্সিজেনের ঘাটতি শুরু হয়। আর এরফলে শরীরে অঙ্গপ্রত্যঙ্গের কাজ শিথিল হতে শুরু করে। আর তাই রোগীকে উপুর করে শোয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।