নিউজ

বন্ধ হল ATM পরিষেবা, এবার কি করবে গ্রাহকরা? জানুন বিস্তারিত!

Advertisement

ভারতের মতো উন্নয়নশীল দেশে ব্যাঙ্ক ব্যবস্থা উন্নত হওয়া খুব দরকার। ব্যাঙ্কের লম্বা লাইনের ভোগান্তি দূর করতে ভারত সরকার এটিএম কার্ডের ব্যবস্থা করেছে, যার ফলে কম সময়ে টাকা জমা ও তোলা যায়। ক্রমাগত ব্যয় সংকোচনের পথে হাঁটছে রাষ্ট্রীয়ত্ত ব্যাঙ্কগুলি। সেকারনে দেশের বড়ো বড়ো শহরগুলিতে ১০টি সরকারি ব্যাঙ্ক প্রায় ৫৫০০টি এটিএম মেশিন ও ৬০০ টি শাখা বন্ধ করেছে। তাদের মতে ডিজিট্যাল ব্যাঙ্কিয়ের বহূল ব্যবহাররের ফলে এটিএম কেউ ব্যবহার করছে না। তবে এখনই এই পদক্ষেপ গ্রহণ করছে না বেসরকারী ব্যাঙ্কগুলি।

সিনেমা ছেড়ে কি বিজেপিতে শাহরুখ খান?

Related Articles

Back to top button