Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বন্ধ হবে টালা সেতু, বিকল্প পথের সন্ধানে বৈঠক

পূর্ত দপ্তরের কথামতো আগামী ৩ জানুয়ারি রাত বারোটা থেকে টালা সেতু ভাঙার কাজ শুরু হওয়ায় যানচলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে ঐ সেতুতে। সোমবার দুপুরে বেলতলা মোটর ভেহিক্লসে এই বিষয়ে পুলিশ…

Avatar

পূর্ত দপ্তরের কথামতো আগামী ৩ জানুয়ারি রাত বারোটা থেকে টালা সেতু ভাঙার কাজ শুরু হওয়ায় যানচলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে ঐ সেতুতে। সোমবার দুপুরে বেলতলা মোটর ভেহিক্লসে এই বিষয়ে পুলিশ ও পরিবহন আধিকারিকদের সাথে বৈঠক হয় বাস-মিনিবাস সংগঠনের প্রতিনিধিদের। এই বিষয়ে দু-একদিনের মধ্যেই নির্দেশিকা জারি হবে বলে জানা যায়।

বৈঠকে বলা হয়েছে বেলগাছিয়া সেতুতে বাস রুটের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু টালা সেতুর ১৯ টি বাসের যাত্রাপথে পরিবর্তন ঘটেছে, ওই বাস গুলি উত্তর থেকে দক্ষিণে আসার সময় পাইকপাড়া, মিল্ক কলোনি হয়ে বেলগাছিয়া সেতু হয়ে শ্যামবাজার আসবে, লকগেট উড়ালপুল হয়ে ফিরবে। সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত উত্তরমুখী গাড়ি বাগবাজার থেকে বিটি রোডের দিকে যেতে পারবে এবং টালা সেতুর উপর দিয়ে যাওয়া ১৫ টি রুটের বাস ওই সেতু ব্যবহার করবে। বাকি রুটের বাস খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোড হয় উত্তর কলকাতার দিকে যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘গেরুয়া বস্ত্র ধারণ করলে, হিন্দু ধার্মিক হওয়া যায় না,’ যোগীকে আক্রমন প্রিয়াঙ্কা গান্ধীর

ছোট গাড়ি যেতে পারবে লকগেট উড়ালপুল, কাশীপুর রোড, খগেন চ্যাটার্জী রোড, বেলগাছিয়া সেতু ব্যবহার করে যেতে পারবে।ডানলপের দিক থেকে যেসব বাস আসত তার মধ্যে কিছু সরকারি বাসকে সাঁতরাগাছি থেকে বিদ্যাসাগর সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারী যান আসলে নিবেদিতা সেতু, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ই এম বাইপাস হয়ে যাবে।
ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন লকগেট উড়ালপুল একমুখী হওয়ায় সমস্যা কমতে পারে, তবে কতটা সমস্যা কমবে সেটা নতুন ব্যবস্থা চালু হলে বোঝা যাবে।

About Author