কলকাতা: রাজ্যের তফশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের জন্য সুখবর। এবার থেকে এইসব পড়ুয়ারা পড়াশোনা করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে লোনের সুবিধা পাবে। আজ, সোমবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা, জয়েন্টের কৃতী ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল অনুষ্ঠানে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যের তফশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফে লোনের ব্যবস্থার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এ বিষয়ে তিনি বলেন, ‘এ রাজ্যের SC/ST ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ১০ লাখ টাকা এডুকেশন লোন নিতে পারবে। সেটাও খুব কম সুদের হারে। এদের মধ্যে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী থাকে, যারা শুধুমাত্র অর্থের অভাবে নিজের পড়াশোনা চালাতে পারে না। আর সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বাইরে পড়তে গেলে ২০ লাখ টাকা লোন পাবে ছাত্রছাত্রীরা, এ কথাও ঘোষণা করেছেন তিনি।
এদিন সমস্ত পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কারোর কোনও অসুবিধা হলে সংশ্লিষ্ট জেলাশাসককে চিঠি দিয়ে জানাও। কেউ কোনও সমস্যায় পড়লে জানাবে। সরকার তোমাদের পাশে রয়েছে।’ এভাবেই ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।