এবার চন্দননগরে হল আলো-হাব ফ্লোটেল, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

চন্দননগর: রাজ্যের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে আজ, সোমবার (Monday) চন্দননগরে (Chandan Nagar) উদ্বোধন করা হল আলো-হাব ফ্লোটেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে আজ উদ্বোধন করা হল…

Avatar

চন্দননগর: রাজ্যের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে আজ, সোমবার (Monday) চন্দননগরে (Chandan Nagar) উদ্বোধন করা হল আলো-হাব ফ্লোটেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে আজ উদ্বোধন করা হল আলো হাবের। পর্যটন মানচিত্র প্রথম থেকেই চন্দননগরকে বাড়তি গুরুত্ব দিয়েছিল রাজ্য সরকার (State Govt)। সেই দিকে নজর দিয়েই উদ্বোধন করা হল নয়া এই হাবের।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও প্রশাসনিক আধিকারিকরা। শুধু আলো হাবই নয়, এদিন উদ্বোধন করা হয় ফ্লোটেলেরও। ইন্দ্রনীল সেনের মতে, দেশের মধ্যে এটা প্রথম লাইট হাব ও কলকাতার পরে এই প্রথম কোনও ফ্লোটেলের উদ্বোধন করা হল।

এদিন ভার্চুয়াল পদ্ধতিত এই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে পর্যটন মানচিত্রে চন্দননগরের লাভ হবে বলে আশা রাজ্য সরকারের।