কলকাতা: আর মাত্র ক’দিন পর মহালয়া। আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। যদিও এবারে মহালয়ার একমাস পরে মা আসবেন। এবারের পুজো করোনা পরিস্থিতি কেমন কাটবে, এমনকি পুজো কি আদৌ হবে এই প্রশ্ন নিয়ে কার্যত জেরবার ছিল বাঙালি। কিন্তু শেষমেশ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আড়ম্বর না হলেও মায়ের আরাধনা হবেই। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়ে দিলেন পুজো হবে খোলা প্যান্ডেলে।
আগামী 25 সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মূখ্যমন্ত্রী। তার আগে আজ, সোমবার নবান্ন থেকে তিনি সাংবাদিক বৈঠকে জানালেন, খোলা প্যান্ডেলের মধ্যে পুজোর আয়োজন করতে হবে। এমনকি চারদিকে হাওয়া-বাতাস প্রবেশ করতে পারে তেমন ব্যবস্থা রাখতে হবে পুজো কমিটিগুলিকে।
যদিও এ বিষয়ে সবিস্তারে আলোচনা হবে আগামী 25 সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ কার্যত পুজোর আগে প্যান্ডেল নির্মাতাদের নতুন করে পরিকল্পনা ভাবতে বাধ্য করল, তা বলাই যায়। এখন পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর আরও কী নতুন তথ্য পাওয়া যায়, সেটাই দেখার।