করোনা : বাইরে থেকে রাজ্যে বিমান আসা বন্ধ করুন, মোদীকে চিঠি মমতার
এর আগে রাজ্যের বাইরে থেকে আসা ট্রেনগুলো বন্ধের জন্য করার জন্য রেল মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ করেছিলেন আন্তঃরাজ্য বাস পরিষেবাও। গতকাল থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবাও। এবার রাজ্যের মধ্যে অবস্থিত দুটি বিমানবন্দর – দমদম ও বাগডোগরাতে যাতে দেশের অন্যান্য প্রান্ত থেকেও বিমান না আসে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।
তাঁর মতে, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের যে ক’টি পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে, তার প্রতিটিই বাইরে থেকে আসা ব্যক্তির সংস্পর্শে হয়েছে। তাই সময় থাকতেই সমস্ত জায়গা থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিতে চাইছে রাজ্য। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে এখনও পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে রাজ্য। এই মুহূর্তে হাল না ধরলে পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তা বিলক্ষণ বুঝতে পারছেন দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিজের রাজ্যবাসীকে যতটা সম্ভব করোনার আঁচ থেকে বাঁচাতে যোগাযোগ বিচ্ছিন্নতাকেই অস্ত্র করতে চাইছেন তিনি।
তবে এ বিষয়ে কেন্দ্রের ভূমিকা সন্তোষজনক নয়। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আন্তঃরাজ্য বিমান যোগাযোগ বন্ধ রাখার আবেদন জানিয়ে চিঠি দেন কেন্দ্রকে। কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আপাতত বন্ধ হবে আন্তঃরাজ্য বিমান পরিষেবা। ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আবেদনে কেন্দ্র সাড়া দেবে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।