অন্যান্য রাজ্যের সাথে সাথে এ রাজ্যেও ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোনো রোগী মারা গেলে এর পিছনে করোনা সংক্রমণ রয়েছে কিনা, তা যাচাই করতে তৈরি হয়েছে এক অডিট কমিটি। তবে এই কমিটি নিয়ে এবার চাঞ্চল্যকর দাবী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে নবান্নে আয়োজিত ক্যাবিনেট কমিটির একটি বৈঠকের পর তিনি জানান, “এই অডিট কমিটি আমি গঠন করিনি। স্বাস্থ্য দফতরের সচিব ও মুখ্যসচিব করেছেন। এছাড়া এই কমিটিতে কারা কারা রয়েছেন, তা আমার জানা নেই।”
এরপরই ওঠে সমালোচনার ঝড়। কারণ, অডিট কমিটির ব্যাপারে মঙ্গলবার মুখ্যসচিব রাজীব সিনহাকে প্রশ্ন করা হলে, তিনি জানান এই কমিটির ব্যাপারে তিনি নয় স্বাস্থ্য ভবন দেখছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর, বিরোধী দলনেতারা একের পর একজন আক্রমণ করতে থাকেন। এই বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রী আসলে বুঝে গেছেন যে তিনি আর পরিস্থিতি সামলাতে পারছেন না। তাই এখন নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন। এতোদিন ক্রেডিট নেওয়ার জন্য করোনা মোকাবিলায় কোনও মন্ত্রীকে নবান্নে ঘেঁষতে পর্যন্ত দেননি। এখন আবার অডিট কমিটির দায় এড়াতে চাইছেন।”
এর আগে কেন্দ্রীয় প্রতিনিধি দলও এই কমিটি নিয়ে প্রশ্ন তুলেছিলো। কমিটির দেওয়া তথ্য যথেষ্ট যুক্তিসঙ্গত ছিলো না। এছাড়া আইসিএমআর এবং চিকিৎসা ব্যবস্থার সমস্ত প্রোটোকল ঠিকঠাক মেনে আক্রান্তের মৃত্যুর কারণ নির্ধারণ করেছেন কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয়। তবে সেই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিরোধীদের একাংশের দাবী কমিটিতে তথ্য গোপন করা হচ্ছে। এছাড়া রোগীর মৃত্যুর কারণ নির্ধারণ করছে এই কমিটিই।